Cvoice24.com


উত্তর কোরিয়ার পণ্যবাহী জাহাজ আটক করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১১:২২, ১০ মে ২০১৯
উত্তর কোরিয়ার পণ্যবাহী জাহাজ আটক করলো যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র । নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে বৃহস্পতিবার জাহাজটি আটক করা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। 

এক বিবৃতিতে বলা হয়, পরমাণু ইস্যুতে পিয়ংইয়ংয়ের ওপর চাপ বৃদ্ধির জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা বৃদ্ধি পেলো। এদিকে, ৫ দিনের মধ্যে দুইটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। 

তবে একে নিয়মিত সামরিক মহড়া বলে দাবি উত্তর কোরিয়ার। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুসং শহরের সিনো-রি ঘাঁটি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি ৪২০ কিলোমিটার, আরেকটি ২৭০ কিলোমিটার পথ অতিক্রম করে। এর আগে, শনিবার বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় চালায় পিয়ংইয়ং। 

পরমাণু আলোচনায় অচলাবস্থা অবসানের পথ খুঁজতে শীর্ষ মার্কিন দূতের দক্ষিণ কোরিয়া সফরের মধ্যেই এ পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

সিভয়েস/এএস 
 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়