Cvoice24.com


জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত: ০৫:৩৬, ১০ মে ২০১৯
জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

জাপানের দক্ষিণাঞ্চলে আজ শুক্রবার ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ৮টা ৪৮ মিনিটে ওই ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।

শক্তিশালী ওই ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করেনি জাপানের কর্তৃপক্ষ। এছাড়া তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ২৪ কিলোমিটার। এছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি জাপানের দক্ষিণপূর্বাঞ্চলীয় কিয়োশু দ্বীপের মিয়াজাকি শহরে কম্পন অনুভূত হয়েছে।

কিয়োশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, সেখানকার কাগোশিমা প্রিফেকচারে অবস্থিত সেন্দাই পরমাণু বিদ্যুৎকেন্দ্রে কোনও ‘অস্বাভাবিকতা’ দেখা যায়নি।

তবে ওই ভূমিকম্প আঘাত হানার পর একটি জরুরি সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া সংস্থা। ফলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে মিয়াজাকিসহ দক্ষিণাঞ্চলীয় কিয়োশু অঞ্চলের পরিস্থিতি নিয়ে বিশেষ প্রোগ্রাম প্রচার করে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পের পর ওই এলাকায় আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। তারা জানাচ্ছে, স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিট আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।

উল্লেখ্য, জাপান তথাকথিত রিং অব ফায়ারে অবস্থিত। এই অঞ্চলেই বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে থাকে।

সিভয়েস/এএইচ

আন্তর্জাতিক ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়