Cvoice24.com


বন্দর-টার্মিনালে বিনিয়োগ করতে চায় সৌদি আরব

প্রকাশিত: ১১:৫৭, ৮ মে ২০১৯
বন্দর-টার্মিনালে বিনিয়োগ করতে চায় সৌদি আরব

সৌদি পোর্ট অপারেটর অ্যান্ড ইনভেস্টমেন্ট গ্রুপ ‘রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি)’ বাংলাদেশে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং টার্মিনাল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (৮ মে) সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে আরএসজিটির সহযোগী পরিচালক হাসান আল তাহাত সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন। নৌ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ প্রস্তাবের প্রেক্ষিতে সৌদি বিনিয়োগকে স্বাগত জানান নৌ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের বন্দর ও টার্মিনাল খাতে সৌদি আরবের বিনিয়োগ একটি মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরও বেশি শক্তিশালী হবে।’

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ এবং সৌদি আরবে বাংলাদেশে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মোহাম্মদ আবুল হাসান উপস্থিত ছিলেন।

-সিভয়েস/এসএ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়