Cvoice24.com


মেয়রের বদন্যতায় শুলকবহরের চার সড়কে সিসি টিভি ক্যামেরা স্থাপন

প্রকাশিত: ১৫:১৬, ৪ মে ২০১৯
মেয়রের বদন্যতায় শুলকবহরের চার সড়কে সিসি টিভি ক্যামেরা স্থাপন

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের বদন্যতায় শুলকবহর ওয়ার্ডের হাজী আবদুল লতিফ রোড- ১ ও ২, আবদুল হামিদ রোড এবং হামদু মিয়া সড়কে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শুলকবহর মহল্লা সমাজ কল্যাণ সমিতির সার্বিক ব্যবস্থাপনায় এই  চারটি সড়কে ১৮টি সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরা স্থাপনের মাধ্যমে মহল্লা এলাকার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে এলাকাবাসী  মত প্রকাশ করেছেন।

আজ শনিবার সন্ধ্যায় সিটি মেয়র শুলকবহর মহল্লা সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আ জ ম নাছির উদ্দিন বাটন প্রেসের মাধ্যমে  স্থাপিত ক্যামেরাগুলো উদ্বোধন করেছেন।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ার্ড এলাকার গরীব, দুঃখী প্রায় ৫০০ জন মানুষকে ইফতার সামগ্রীও বিতরণ করেছে মহল্লা সমাজ কল্যাণ পরিষদ।

শুলকবহর মহল্লা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গোলাম মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর মোরশেদ আলম, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, সমিতির সাধারণ সম্পাদক মো শাহজাহান, উপদেষ্টা আবুল হাশেম, মুক্তিযোদ্ধা আবুল বশর, শাহজাহান সুফী, থানা আওয়ামী লীগ নেতা আহমেদুর রহমান সিদ্দিকী, রাজীবুল ইসলাম হীরা, মো রেজাউল করিম শাহীন প্রমুখ।

অনুষ্ঠানে ওসি আবুল কাসেম ভুঁইয়া, কেন্দ্রীয় যুবলীগ সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস,  নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রশিদ লোকমানসহ মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-সিভয়েস/ইউডি/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়