Cvoice24.com


নিষেধাজ্ঞা প্রত্যাহার; সচল হচ্ছে চট্টগ্রাম বন্দর

প্রকাশিত: ১১:০০, ৪ মে ২০১৯
নিষেধাজ্ঞা প্রত্যাহার; সচল হচ্ছে চট্টগ্রাম বন্দর

ছবি সিভয়েস

ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে বন্দরে পণ্য ওঠা-নামার উপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেয়া হয়েছে। মূলত ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত ৬ থেকে সতর্ক সংকেত ৩ এ নেমে আসার পর নিষেধাজ্ঞা তুলে নেয় বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক সিভয়েসকে জানান, ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে বৃহস্পতিবার (২মে) দুপুর ১২টার পর থেকে বন্দরে পণ্য ওঠা-নামা বন্ধ করে দেয়া হয়। জারি করা হয় অ্যালার্ট-৩। আজ  (শনিবার) আবহাওয়া অফিস বিপদ সংকেত ৬ থেকে সতর্ক সংকেত ৩ এ নামিয়ে আনার পর পণ্য ওঠা-নামার নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। তুলে দেয়া হয় অ্যালার্ট-৩। সন্ধ্যা থেকে বর্হিনোঙরে থাকা জাহাজগুলো জেটিতে ভিড়বে। শুরু হবে পণ্য ওঠা-নামা। রাত থেকেই মোটামুটি সচল হবে বন্দরের সার্বিক কার্যক্রম।

-সিভয়েস/এইচ আর/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়