Cvoice24.com


আদালতে ‘ব্লা’ নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

প্রকাশিত: ১২:৫৩, ২ মে ২০১৯
আদালতে ‘ব্লা’ নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

চট্টগ্রাম আদালত পাড়ায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ব্লা) নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (২ মে) বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এড. সুব্রত শীল রাজু।

এড. মোহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. আবদুল্লাহ আল মামুন, এড. মবিনুল হক আরিফ, এড. সামশু উদ্দীন টিটু প্রমুখ।

সদ্য নির্বাচিত ব্লা সভাপতি মহিউদ্দিন জনি বলেন, নিজের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের দায়িত্ব পাওয়া অত্যন্ত গর্বের। আমাকে ভোটের মাধ্যমে বিজয়ী করায় আমি প্রাণের সংগঠনের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় কাজ করবো।

নির্বাচিত সাধারণ সম্পাদক আজিজুর রশিদ রাসেল বলেন, ব্লা আমার প্রাণের সংগঠন। এই সংগঠনের প্রত্যক্ষ ভোটে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি চিরকৃতজ্ঞ। চট্টগ্রাম আদালতে সংগঠনের প্রতিটি সদস্যের যে কোন সমস্যায় আমি নিজেকে উজাড় করে দিয়ে কাজ করবো। এই সংগঠনকে একটি শক্ত ভিত্তি তৈরী করে দিতে আমার নিরলস প্রচেষ্টা থাকবে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল চট্টগ্রাম আইনজীবী সমিতি অডিটোরিয়ামে ব্লা নির্বাচন ২০১৯-২০২০ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সুলতান মহিউদ্দিন জনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজিজুর রশিদ রাসেল।

নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি রিগ্যান আচার্য্য, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল জব্বার, সাংগঠনিক সম্পাদক রবিউল করিম, অর্থ সম্পাদক মো. ইমরান উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা বিবি আয়েশা সুমি, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মঞ্জুর মোরশেদ, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আবদুল্লা আল নোমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন, আবু হানিফ মো. সেলিম, শাহ্ মোয়াজ্জেম রুবেল, মো. লোকমান হাকিম, মো. নাজমুল হোসেন, মো. মুনতাসির আলী মামুন।

সিভয়েস/এনএইচ/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়