Cvoice24.com


কক্সবাজারে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১১:১৯, ২৭ এপ্রিল ২০১৯
কক্সবাজারে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

পর্যটন নগরী কক্সবাজার শহরের রাস্তায় দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসকের নির্দেশনায় প্রথম দিনের গুড়িয়ে দেওয়া হয়েছে ৫০ টি’র বেশি দোকান ঘর।

শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের শহীদ স্মরণী, লালদিঘীর পাড় ও বিলকিস মার্কেট এলাকায় এ অভিযান চলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেওয়ান মৌদুদ আহম্মেদের নেতৃত্বে।

অভিযানে শহীদ স্মরণীস্থ রাস্তার পাশে ফলের দোকান, লালদিঘীর পাড়স্থ কাপড়ের দোকান, খাবারের দোকান এছাড়া বিলকিস মার্কেটস্থ মুদির দোকান গুড়িয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে সহযোগিতা করেন সদর থানা পুলিশ ও আনসার সদস্য।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেওয়ান মৌদুদ আহম্মেদ জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান শুরু হয়েছে আর তা অব্যাহত থাকবে।

সিভয়েস/এএস

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়