Cvoice24.com


কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫:৩৩, ২৬ এপ্রিল ২০১৯
কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের আয়োজনে অনুর্ধ্ব ১২ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে হাজেরা তজু স্কুল এন্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। 

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, এ ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে ভাল মানের ক্রিকেটার তৈরি করা সম্ভব। কঠোর পরিশ্রম, একাগ্রতা, সদিচ্ছা, দৃঢ় মনোবল, নিয়মিত প্রশিক্ষণ ও নিয়মানুবর্তিতা মেনে চললে এবং স্নায়ু উপেক্ষা করতে পারলে ভাল খেলোয়াড় হওয়া কোন ব্যাপার নয়। 

অনুষ্ঠানে কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের চেয়ারম্যান মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি মোঃ আলী আব্বাস, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবি এম হাসান, নাজমুল হক নজুসহ প্রমুখ। ।

পরে মেয়র ফাইনাল খেলায় অংশগ্রহনকারী ব্রাদাস ক্রিকেট একাডেমী ও উদীয়মান ক্রিকেট একাডেমীর খেলোয়ার ও কর্মকর্তাদের সাথে পরিচিত হন।

সিভয়েস/এএস

ক্রীড়া প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়