Cvoice24.com


মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন

প্রকাশিত: ১৩:৩৪, ২৪ এপ্রিল ২০১৯
মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন আমদানী ও বিক্রির দায়ে জোসনা বেগম (৪৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। 

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফাহমিদা কাদের আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত জোসনা বেগম সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার বাসিন্দা।  মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২০ নভেম্বর রাতে মাহমুদপুর মহল্লায় জোসনা বেগমের নিজ বাড়িতে অভিযান চালায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা।

এ সময় ৩০ গ্রাম হেরোইনসহ জোসনা বেগমকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের কর্মকর্তা এস এম ইব্রাহিম হোসেন বাদী হয়ে জোসনা বেগমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনের নাম চার্জশিট থেকে বাদ দেয়া হয়। দীর্ঘ শুনানি শেষে আজ বিকেলে অভিযুক্ত একমাত্র আসামি জোসনার বিরুদ্ধে এ রায় দেন আদালত।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়