Cvoice24.com


ছদাহা সমিতি ঢাকা’র আত্মপ্রকাশ

প্রকাশিত: ১৬:৫০, ২০ এপ্রিল ২০১৯
ছদাহা সমিতি ঢাকা’র আত্মপ্রকাশ

ছবি সংগৃহিত।

বন্দরনগরী চট্টগ্রামের পাশাপাশি রাজধানী ঢাকাতে আত্মপ্রকাশ করেছে ছদাহা সমিতি। এ সমিতি ধীরে ধীরে সর্বস্ত্র ছড়িয়ে পড়বে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে (টিএসসি) এর আত্মপ্রকাশ ঘটে।

জানা যায়, ছদাহা সমিতি ঢাকা’র যাত্রা করেছিলো চলতি বছরের ১৭ মার্চ। তখন প্রাথমিকভাবে ছদাহা সমিতি ঢাকা’র নামের সূচনা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে গত ২০ এপ্রিল এ সমিতির আত্মপ্রকাশ হয়।

এদিকে আত্মপ্রকাশের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে ফুটে উঠেছে যেন ছোট একটি ছদাহা। একে অপরের সাথে কুশল বিনিময় এবং দীর্ঘদিন পর এলাকার লোকজনদের পেয়ে অনেকেই চোখ ভিজিয়েছেন আনন্দাশ্রুতে, অনেকে মেতেছেন উচ্ছ্বাসে।

এ সমিতির বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাকীরা কর্মজীবী।

আত্মপ্রকাশের দিন ছদাহা সমিতি ঢাকা’র সদস্যগণ বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। তার মধ্যে রয়েছে- ছদাহা সমিতির এক সদস্যের বিপদে আরেক সদস্য সহায়তা করা, গ্রাম থেকে কেউ ঢাকায় আসলে তাকে সহযোগিতা করা, হঠাৎ রক্তের প্রয়োজন হলে তাকে দ্রুত সাড়া দেয়া এবং পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করা।

রেজাউল আমিন রেজভীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জিয়া চৌধুরী, ইয়ার আহমদ রাজা, এনামুল হক, কামরুল হাসান, জসিম উদ্দিন, মনিরুল ইসলাম মুন্না, সাজু ধর, নুরুল আবছার, মাহমুদ সিয়াম, রায়হান আহমেদ, আরিফুল ইসলাম, আহমেদ শাকী, মাহফুজ রহমান ইফতো।

ঢাকায় অবস্থানরত ছদাহাবাসীদের তথ্য সংগ্রহ চলছে। আগ্রহীগণ ছদাহা সমিতি ঢাকা’র সদস্যদের সাথে যোগাযোগ করতে পারবেন বলেও জানানো হয়।

সিভয়েস/মুন্না

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়