Cvoice24.com


চন্দনাইশে নির্বাচনী মামলার আসামি ঢাকায় গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫০, ২০ এপ্রিল ২০১৯
চন্দনাইশে নির্বাচনী মামলার আসামি ঢাকায় গ্রেফতার

আটক ইয়াছিন আরাফাত

গত ২৪ মার্চ অনুষ্ঠিত চন্দনাইশ উপজেলা নির্বাচনে পুলিশের উপর হামলা মামলার আসামি চন্দনাইশ উপজেলা যুবলীগ নেতা ইয়াছিন আরাফাতকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করছে ডিবি পুলিশের একটি দল। 
বৃহস্পতিবার রাতে মিরপুরের একটি বাসা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ২৪ মার্চ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর ঘণ্টাখানেক পর পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত জোরপূর্বক ঢুকে ব্যালটপেপার কেড়ে নিয়ে সিল মারার চেষ্টা করে। এসময় তাদের বাধা দিলে তারা পুলিশের উপর গুলিবর্ষণ করে। এসময় কনস্টেবল ফরহাদ হোসেন গুলিবিদ্ধ এবং পুলিশ কর্মকর্তা শাহ আলম আহত হন। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ মার্চ রাতে লোহাগাড়া থানার এসআই আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে এবং ৩০/৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সিভয়েস/আই


 

সিভযেস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়