Cvoice24.com


লোহাগাড়ায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত

প্রকাশিত: ১৬:৫৫, ১৯ এপ্রিল ২০১৯
লোহাগাড়ায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত

“বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিন ব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে সমাপ্ত হয়েছে। 

উপজেলা প্রশাসন এবং উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের আয়োজনে বিকেলে সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে মেলা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পদ্মাসন সিংহের সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ এ.কে.এম. ফজলুল হক। 

মাষ্টার দেবাশীষ আচার্য্যের উপস্থাপনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ ও দিদারুল আলম বিএসসি প্রমূখ।

আলোচনা শেষে প্রধান অতিথিবৃন্দ বিজ্ঞান মেলার প্রকল্প ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার ১ম, ২য় ও তয় স্থান অর্জনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।  ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলায় প্রকল্প প্রদর্শনীতে সিনিয়র গ্রæপে প্রথম স্থান অর্জন করেছে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ, ২য় স্থান অর্জন করেছে বার  আউলিয়া কলেজ। 

জুনিয়র গ্রুপে প্রথম- সুখছড়ি উচ্চ বিদ্যালয়, ২য়- পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় ও ৩য়- দক্ষিণ সাতকানিয়া গোলামবারী উচ্চ বিদ্যালয়। বর্জ্য পলিথিন থেকে গ্যাস ও তেল উৎপাদন প্রকল্প দেখিয়ে বিশেষ গ্রুপে প্রথম হয়েছেন ফৌজুল কবির। অন্যদিকে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে ১ম-আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের একাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অংকিতা পাল, ২য় ও ৩য় হয়েছে একই কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী মেহেরুন্নিছা নিখাত ও খুরশিদা আকতার শিফা। জুনিয়র গ্রুপে ১ম-দক্ষিণ সাতকানিয়া গোলামবারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র জোবায়ের আল আবরার, ২য়- পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের ছাত্র এম আর নাবিল ও ৩য় স্থান অর্জন করেছে বিজি সেনের হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহসানা আনজুম শাহনুর।

উল্লেখ্য, উক্ত বিজ্ঞান মেলায় উপজেলার  স্কুল, মাদ্রাসা ও কলেজ মিলে ১৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলার প্রথম দিনে উক্ত প্রতিষ্ঠানসমূহ নির্ধারিত স্টলে তাদের প্রকল্প উপস্থাপন করে। প্রকল্পের মধ্যে রয়েছে, লবণ থেকে বিদ্যুৎ উৎপাদন, লিফট তৈরী, রুম হিটার এবং গ্রীণ হাউস, বায়ু বিদ্যুৎ, একটি পরিকল্পিত বসত বাড়ির নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, টুপপেস্ট তৈরী, কুনো ব্যাঙের হ্নদপিন্ড, বিনা পয়সার এসি, জাহাজের অতিরিক্ত চাপ, মেগাসিটি ও নিউক্লিয়ার পাউয়ার প্লেন, আটো ট্রাফিক সিগন্যাল, বিদ্যুৎ ছাড়া আলু দিয়ে বাতি জ্বালানো, পলিথিন থেকে গ্যাস ও তেল উৎপাদন ইত্যাদি। মেলার প্রথম দিন শিক্ষক- শিক্ষার্থীসহ প্রচুর দর্শক সমাগম হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা।

সিভয়েস/এমআই/এমআইএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়