Cvoice24.com


আইন মেনে বিদেশী চ্যানেল সম্প্রচারের আহবান তথ্যমন্ত্রীর

প্রকাশিত: ১৬:০৬, ১৭ এপ্রিল ২০১৯
আইন মেনে বিদেশী চ্যানেল সম্প্রচারের আহবান তথ্যমন্ত্রীর

আইন মেনে বিদেশী টেলিভিশন চ্যানেল এবং ক্যাবল অপারেটরদের নিজস্ব চ্যানেল সম্প্রচারের আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর এক বৈঠকে তিনি এ আহবান জানান।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিদেশী টেলিভিশন চ্যানেলে বাাংলাদেশী বিজ্ঞাপন সম্প্রচার এবং অন্যান্য অনুষ্ঠান বন্ধ করার জন্য সরকার একটি সময়সীমা বেঁধে দিয়েছে। ওই সময়সীমার পরে কোন অপারেটর আইন লঙ্ঘন করলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

তিনি বলেন, বিদেশী চ্যানেলগুলোতে এদেশের বিজ্ঞাপন প্রচারের কোন সুযোগ নেই এবং বিদেশী টিভি চ্যানেলের বিজ্ঞাপন বন্ধ করতে ক্যাবল অপারেটররাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 

মন্ত্রী বলেন, ‘ক্যাবল অপারেটরদের অবশ্যই সম্প্রচারের ক্ষেত্রে টিভি চ্যানেলগুলোর ক্রমতালিকা অনুসরণ করতে হবে।’

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়