Cvoice24.com


বাঁশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন

প্রকাশিত: ০৯:১৩, ১৫ এপ্রিল ২০১৯
বাঁশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন

বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ ডাকাত গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় আবুল কালাম (৩৬) নামের একব্যক্তি খুন হয়েছেন।

নিহত আবুল কালাম দক্ষিণ সরল এলাকার আব্দুস সোবহান মিয়াজীরপাড়ার মৃত মাস্টার কবির আহমদের পুত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ এপ্রিল) সকালে লবনের মাঠ ও চিংড়ির ঘের দখলকে কেন্দ্র করে স্থানীয় জাফর মেম্বার গ্রুপ ও মোনাফ গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলগুলির একপর্যায়ে আবুল কালাম ঘটনাস্থলে প্রাণ হারায়। 

উল্লেখ্য, সরল ইউনিয়নে লবনের মাঠ, চিংড়ি ঘের নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল স্থানীয় মেম্বার জাফর গ্রুপ ও মোনাফ গ্রুপের মধ্যে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. কামাল হোসেন বলেন, নিজেদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে এক পক্ষের হামলায় আবুল কালাম নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। তবে কি কারণে হামলার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষ বলা যাবে।

সিভয়েস/এএইচ

বাঁশখালী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়