Cvoice24.com


ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানে মেয়রের আঞ্চলিক ভাষায় বক্তব্য

প্রকাশিত: ০৯:৫৯, ১৪ এপ্রিল ২০১৯
ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানে মেয়রের আঞ্চলিক ভাষায় বক্তব্য

নগরীর নজরুল স্কোয়ার (ডিসি) হিলে প্রতি বছরের মত এবারও বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হচ্ছে নববর্ষ উৎসব। সম্মিলিত নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

তিনি বলেন, আঁরা চাটগাঁইয়া মাইনষে যাতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরো বেশি চর্চা গরিত ফারি এই উদ্দেশ্যে আঁই অলরেডি কাজ শুরু গরি ফেলাই। থিয়েটার ইন্সটিটিউটর বাইরে মুক্ত মঞ্চ গইরগি। এন্ডে এখন প্রত্যেকদিন অনুষ্ঠান অয়। আউটার স্টেডিয়ামত আরো একখান মুক্তমঞ্চ বানাইবার প্ল্যান লই। অল্পদিনর মধ্যে কাজ শুরু অইবো। 

মনত রাইখ্যন যত বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ড চলিবু তত ভাল। এ বছর ছোট খাট বাদ দিয়ারে ডিসি হিলর মত নয় আন জাগাত পহেলা বৈশাখ নববর্ষ অর। আল্লাহ যদি বাঁচাই রাখে আগামী বছর আরো বেশ হয় একখান জাগাত পহেলা বৈশাখ আঁই গরাইউম। এই শর পরিবর্তন অইয়ে। অনারা বেয়াগ্গুনে সহযোগিতা গইরলে, আন্তরিকতা দেখাইলে আরো পরিবর্তন অইবো। আগামী ছয় মাস ফর বুঝিবান আঁই কি গইরগ্যি।
 
এসময় তিনি আরো বলেন, মনত কোন হতাশা, ক্ষোভ, মান,অভিমান রাখি লাভ নাই। পুরানা বছরর লগে দুঃখ, কষ্ট ঝাড়ি ফেলাই নতুন আশা লই শুরু অউক আঁরার নতুন বছর। পরিস্কার পরিচ্ছন্ন চট্টগ্রাম বানাই বারলাই আঁরা বেয়াগ্গুনত্তে আন্তরিক হন পরিবু। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাইয়িদে বেয়াগ্গুন ভালা থাহুক। তাঁইর লক্ষ্য আছিলদি এদেশের বেয়াগ মানুষ সুঘে থাহুক।

সিভয়েস/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়