Cvoice24.com


নেপালে বিমান দূর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ০৮:২৯, ১৪ এপ্রিল ২০১৯
নেপালে বিমান দূর্ঘটনায় নিহত ৩

নেপালের লুকলা বিমানবন্দরে বিমান দূর্ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। রোববার সকালে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা নুড়ি পাথর পিছলে এ দূর্ঘটনা ঘটে বলে নেপালের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। সামিট এয়ারের প্লেনটি রাজধানী কাঠমান্ডুতে যাচ্ছিল। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩জন। তবে বিমানটিতে কতজন যাত্রী ছিল তা জানা যায় নি।

নেপালের সংবাদ মাধ্যমগুলো বলছে, লুকলা বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে ৯এন-এএমএইচ প্লেনটি হেলিকপ্টার পার্কিংয়ে গিয়ে আঘাত হেনে বিধ্বস্ত হয়। দুটি হেলিকপ্টারকে আঘাত হানে প্লেনি। রানওয়ে থেকে হেলিপ্যাডের দূরত্ব ছিল প্রায় ৫০ মিটার।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রতাপ বাবু তিওয়ারি জানান, সামিট এয়ারের কো-পাইলট এস ধুঙ্গানা ও পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রাম বাহাদুর খাদকা ঘটনাস্থলেই মারা যান। পুলিশের আরেক এএসআই রুদ্র বাহাদুর শ্রেষ্ঠাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোলুখুমবুর চিফ ডিস্ট্রিক্ট অফিসার নরেন্দ্র কুমার রায় বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি, প্লেনটি উড্ডয়নের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে হেলিকপ্টারে গিয়ে আঘাত হানে।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়