Cvoice24.com


সরকারের সাফল্য তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহবান তথ্যমন্ত্রীর

প্রকাশিত: ১৬:১৪, ১০ এপ্রিল ২০১৯
সরকারের সাফল্য তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহবান তথ্যমন্ত্রীর

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অর্থনৈতিকভাবে অগ্রসর দেশ গড়তে সরকারের প্রচেষ্টায় সহায়তা করতে উন্নয়নের সাফল্যের কথা তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদপত্র সম্পাদক ও প্রকাশসক পরিষদের বৈঠকে এ আহবান জানান মন্ত্রী।

তিনি বলেন, গত দশ বছরে বর্তমান সরকার বহু উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করায় দেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, সরকার এ পর্যন্ত প্রায় ৪৪টি বেসরকারি টেলিভিশনের লাইসেন্স দিয়েছে। এর মধ্যে এখন প্রায় ৩৩টি চালু আছে।
সোস্যাল মিডিয়া সমাজে বিপ্লবী পরিবর্তন এনেছে উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ১৫০০টি সংবাদপত্র ও বিপুল সংখ্যক অনলাইন নিউজ পোর্টাল চালু রয়েছে।

মন্ত্রী বলেন, গঠনমূলক সমালোচনার পাশাপাশি সব ধরনের মিডিয়ার একটি উন্নত দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা উচিত।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়