Cvoice24.com


আগামী সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইভিএম: ইসি সচিব

প্রকাশিত: ১৬:০২, ১০ এপ্রিল ২০১৯
আগামী সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইভিএম: ইসি সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুরোপুরি না হলেও অন্তত ৫০ ভাগ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার কমিশনের বৈঠক শেষে ইসির সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি বলেন, সরকারের বলেছে সব জায়গায় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আমরা ৩ হাজার ৮২৫ কোটি টাকার একটা প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা দেড় লাখ ইভিএম সংগ্রহ করেছি।
 
নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত ওই ব্রিফিংয়ে সচিব বলেন, এখন থেকে সব সিটি করপোরেশন ও পৌর নির্বাচন ইভিএমের মাধ্যমে করা হবে। ইউনিয়ন পরিষদ ও উপজেলার ক্ষেত্রে যেখানে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা ভালো পাওয়া যাবে, সেখানে ইভিএম ব্যবহার করা হবে। এছাড়া আগামী সংসদ নির্বাচনে শতভাগ না হলেও অন্তত ফিফটি পারসেন্ট আসনে ইভিএম ব্যবহার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়