Cvoice24.com


ইন্টার্ন চিকিৎসকের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে আটক ১

প্রকাশিত: ১১:৫৮, ৯ এপ্রিল ২০১৯
ইন্টার্ন চিকিৎসকের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে আটক ১

ছবি-প্রতিনিধি

কক্সবাজারে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই ইন্টার্ন চিকিৎসকের সাথে রোগীর স্বজনের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্ত রোগীর স্বজন মোহাম্মদ ম্যাক্সকে। মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় টানা ৩ ঘন্টা চিকিৎসা সেবা বন্ধ করে দেয় হাসপাতালের চিকিৎসকরা। পরে জেলা প্রশাসন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। দেয়া হয় আটককৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের আশ্বাস। টানা ৩ ঘন্টা চিকিৎসা সেবা বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে রোগীরা|

এ বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক বিধান পাল জানান, কিছু অপ্রীতিকর ঘটনার কারণে হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানে সমস্যা হয়েছে। এখন স্বাভাবিক হয়ে গেছে।
গত বৃহস্পতিবার এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের হামলা করে স্বজনরা। এ ঘটনায় ৩ চিকিৎসকসহ ৯ জন আহত হয়। ঘটনার পর চারদিন ধর্মঘট পালন করে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। পরে মামলা দায়ের ও আসামীদের গ্রেফতারের আশ^াসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। 

সিভয়েস/এএস

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়