Cvoice24.com


ডা. আকাশ হত্যা মামলা : ফের কারাগারে তানজিলা

প্রকাশিত: ০৭:৪৩, ৮ এপ্রিল ২০১৯
ডা. আকাশ হত্যা মামলা : ফের কারাগারে তানজিলা

আলোচিত চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ আত্মহত্যার প্ররোচণায় দায়ের করা মামলায় স্ত্রী ডা. তানজিলা হক চৌধুরীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। ডা. আকাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন চিকিৎসক। স্ত্রীর পরকিয়ার জন্য অভিমান করে তিনি আত্মহত্যা করেন। জামিন আবেদন নাকচ হওয়ায় ফের কারাগারে গেলেন তানজিলা হক চৌধুরী।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন অভিযুক্তের জামিন আবেদনের শুনানি শেষে রোববার (৭ এপ্রিল) জামিন নাকচের এই আদেশ দেন। এই মামলায় আসামি তানজিলা ৪ জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী সিভয়েসকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোরশেদ মোস্তফা আকাশকে তীলে তীলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন তার স্ত্রী তানজিলা হক চৌধুরী। আমরা এই জঘন্য আসামির জামিনের বিরোধীতা করি। আদালত শুনানি শেষে জামিন নাকচ করে দেন।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি (বৃহস্প্রতিবার) ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন ডা. মোস্তফা মোরশেদ আকাশ। আত্মহত্যার আগে নিজের ফেসবুক ওয়ালে স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর পরকিয়ার বিভিন্ন ছবি পোস্ট করেন। ঘটনার দিন রাতে নগরের নন্দনকানন এলাকায় তানজিলা হক চৌধুরী মিতুকে তার খালাতো ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।

এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে ১ ফেব্রুয়ারি ‍বিকেলে তানজিলা হক চৌধুরী মিতুসহ ছয়জনকে এজাহারনামীয় আসামি ও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে চান্দগাঁও থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা দায়ের করেন ডা. মোস্তফা মোরশেদ আকাশের মা জোবেদা খানম।

মামলায় অন্য আসামিরা হলেন-তানজিলা হক চৌধুরী মিতুর মা শামীম শেলী (৪৯), বাবা আনিসুল হক চৌধুরী (৫৫), বোন সানজিলা হক চৌধুরী আলিশা (২১), তানজিলা হক চৌধুরী মিতুর দুই ছেলে বন্ধু উত্তম প্যাটেল ও ডা. মাহবুবুল আলম (২৮)। এছাড়া ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গ্রেফতারের পর পুলিশ মিতুকে ৭ দিন রিমান্ড চেয়ে আবেদন করলে গত ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান তানজিলা হক চৌধুরী মিতুর তিনদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তানজিলা তার ছেলে বন্ধুদের সাথে অনৈতিক সম্পর্কের কথা স্বিকার করে আদালতে জবানবন্দি দেন।

সিভয়েস/এনএইচ/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়