Cvoice24.com


চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত: ১৪:৩৯, ৫ এপ্রিল ২০১৯
চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে অতিথিবৃন্দ

‘ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল’ স্লোগানে জেলা ক্রীড়া সংস্থার আয়োজন ও চট্টগ্রাম জেলা পুলিশের তত্ত্বাবধানে জিএমআই গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৪টায় হালিশহর চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় ২০১৮ সালের চ্যাম্পিয়ন বাঁশখালী থানা কাবাডি দল এর সাথে পটিয়া থানা কাবাডি দল এবং গত বারের রানারআপ বোয়ালখালী থানা কাবাডি দলের সাথে সাতকানিয়া থানা কাবাডি দলের খেলা অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী খেলায় বাঁশখালী থানা কাবাডি দল ৫২-১৩ পয়েন্ট ব্যবধানে পটিয়া থানা কাবাডি দলকে এবং বোয়ালখালী থানা কাবাডি দল ৫৩-১৭ পয়েন্টে সাতকানিয়া কাবাডি দলকে পরাজিত করে। 

উল্লেখ্য, প্রতিযোগিতায় মোট ১০ দল অংশগ্রহণ করছে। দলগুলো যথাক্রমে বাঁশখালী, আনোয়ারা, বোয়ালখালী, সাতকানিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, পটিয়া, রাঙ্গুনিয়া, চন্দনাইশ এবং মিরসরাই থানা কাবাডি দল। 

এ প্রতিযোগিতার খেলাগুলো আগামী ৭ এপ্রিল পর্যন্ত সমাপনী খেলার মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্ত হবে। খেলাগুলো প্রতিদিন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 

উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কাবাডি কমিটির সাধারণ সম্পাদক এম. দিদারুল আলম, এ.কে.এম এমরান ভুঁইঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোঃ জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আবুল কালাম চৌধুরী, সহকারী পুলিশ সুপ, র (শিল্পাঞ্চল) চট্টগ্রামসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিভয়েস/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়