Cvoice24.com


জবি'র চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি

প্রকাশিত: ১৩:৩১, ৫ এপ্রিল ২০১৯
জবি'র চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি

নবনির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চট্টগ্রামের অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা, সাংস্কৃতিক, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন ‘চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কাঠাল তলায় সংগঠনের উপদেষ্টা ও কমিটির সাবেক সভাপতি মনজুর আলম ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন রুবেল এ কমিটি ঘোষণা করেন।

৭৫ সদস্য বিশিষ্ট সদ্য গঠিত এ কমিটি আগামী ১ শিক্ষাবছর দায়িত্ব পালন করবেন। 

এতে সভাপতি মনোনাীত হয়েছে শিক্ষা ও গবেষণা ইনষ্টিটিউট এর ২০১৫-২০১৬ সেশনের
ও বিশ্ববিদ্যালয় ১১ তম ব্যাচের শিক্ষার্থী লোহাগাড়া উপজেলার সায়েম হোসাইন এবং সাধারণ সম্পাদক থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজের ২০১৫-১৬ সেশন ও বিশ্ববিদ্যালয় ১১ তম ব্যাচের শিক্ষার্থী বোয়ালখালী উপজেলার এম শাফাআত ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন, যথাক্রমে সহ-সভাপতি নাজমুল ইসলাম, ফেরদৌস আলম, মো. সায়েম, হামেদ হাসান, মিনহাজুল ইসলাম, আরিফুল ইসলাম ,ইমরুল হাসান কায়েস, আমানত উল্লাহ হৃদয়, এ.এম. শাহারিয়ার, আরিফ উল্লাহ, রুবায়েত সরওয়ার, শিলাজিৎ দত্ত, যুগ্ম- সাধারণ সম্পাদক হযেছেন আব্দুল্লাহ আল- নোমান, মিসবা উল হক, অভিষেক বডুয়া, সাজ্জাদুল হক, জয় চৌধুরী, নিলয় দেব, পিয়াল দত্ত, রিদয়ানুল হক, কাকন মিত্র, সৌরভ দাস, সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিফাত হাসান রিয়াদ, কামরুল ইসলাম, সেতু নাথ, প্রতিম দাশ শান্তু, এ নাঈম, মোবাশ্বিরুল ইসলাম, অনিন্দিত পাল। 

দপ্তর সম্পাদক মো. আরিফ, উপ-দপ্তর সম্পাদক জামাল নেছার মুস্তাকিম, প্রচার সম্পাদক  সাঈদ মো. ফাহিম, উপ-প্রচার সম্পাদক মো. ইদ্রিস, শিক্ষাবৃত্তি বিষয়ক সম্পাদক  ইরফান হোসাইন, উপ-শিক্ষবৃত্তি বিষয়ক সম্পাদক দিব্য বড়ুয়া, নাজমুল রিজভী, ছাত্রী বিষয়ক সম্পাদক উর্মি আক্তার, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক মাশিয়াত আহমদে, সুমাইয়া খন্দকার, মো. নাঈম, জয়নুল আবদীন জুয়েল, আশিকুল ইসলাম সাগর, মো. হাসান , রনি দেব নাথ, আব্দুল্লাহ সাজ্জাদ প্রমুখ। 

নবনির্বাচিত কমিটির সভাপতি সায়েম হোসাইন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)   চট্টগ্রামের শত শত শিক্ষার্থী রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হয়। আমাদের পক্ষে থেকে তাদের সার্বিক সহযোগিতার চেষ্টা করবো। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম জেলার অনেক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কর্মরত আছেন। সবার সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে আগামীতে সংগঠনের কাজ আরো বেশি তরান্বিত করা হবে।

সিভয়েস/এমআই/

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়