Cvoice24.com


হরেক পাখির রঙিন চিত্রে মুগ্ধ পাখি প্রেমীরা

প্রকাশিত: ১২:০০, ৩০ মার্চ ২০১৯
হরেক পাখির রঙিন চিত্রে মুগ্ধ পাখি প্রেমীরা

মুগ্ধ পাখি প্রেমীরা

পাহাড়ে বৃক্ষ নেই। অবাধে উজাড় হচ্ছে সবুজ বনাঞ্চল। ইটের ভাটা-তামাক চুল্লী আর বিলাসী মানুষের রসনা বিলাসে প্রতিদিন-প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে ময়না-শালিক-ঘুঘু-দোয়েল-বক-ডাহুক। দূর সমতলের পর্যটকরা পাহাড়ে এসেও পাখি না দেখে হতাশ হয়ে ফেরেন। তবু কিছু কিছু মানুষের ভালোবাসার চোখে হঠাৎ আকস্মিক ধরা দেয় কিছু দুর্লভ পাখি চিত্র। সেসব পাখির জীবন বাঁচাতে জনসচেতনতা গড়ে তুলতে খাগড়াছড়িতে সম্পন্ন হলো দুই দিনের পাখির আলোকচিত্র প্রদর্শনী।

পাহাড়ের পাখি রক্ষায় খাগড়াছড়ি জেলা শহরের জেলা পরিষদ পার্কে প্রথমবারের মতো ‘সেভ দ্য বার্ডস অব হিল’ শীর্ষক দুই দিনব্যাপী ছবি প্রদর্শনী শেষ হয়েছে শনিবার। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হামিদুল হক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

প্রদর্শনীতে চখাচখি, হলুদ পায়ের হরিয়াল,শামুকখোল, ধুমকল, হিল ময়না, ধবল পেট মুনিয়া, নীল গলা বসন্ত, খয়রা লাটোরা, কালামাথা কাবাসি, কালা তিতির, বেগুনি কোমর মৌটুসি, লালপিঠ ফুলঝুরি, পাহাড়ি নীলকান্ত, উদয়ী ধলাচোখ, নীলকণ্ঠ, ময়নাসহ প্রায় ৪১ প্রজাতির পাখির ছবি । বাহারী সব নামের এসব পাখি দেখতে ভীড় জমিয়েছেন পাখি ও প্রকৃতি প্রেমীরা। 

প্রদর্শনীতে যোগ দেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী চাহেল মোহাম্মদ তস্তরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক ও জেলা পরিষদ জুয়েল চাকমা, পাহাড়ের বিশিষ্ঠ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সা: সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি’র ভাইস-চেয়ারম্যান এ্যাড. জসিম উদ্দিন মজুমদার, সময় টিভি’র প্রতিনিধি জীতেন বড়ুয়া এবং ভু-পর্যটক তানভীর অপু।

দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন জনপদ থেকে দুই তরুণ সৌখিন আলোকচিত্রী ও প্রকৌশলী সবুজ চাকমা এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজাদী’র প্রতিনিধি সমির মল্লিক-এর তোলা প্রায় ৪০ প্রজাতির পাখির সাথে পরিচয়ের সুযোগ ঘটে। 

প্রদর্শনীর উদ্বোধন শেষে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হামিদুল হক দুই তরুণ আলোকচিত্রীর উদ্যোগের প্রশংসা করে বলেন,‘ তাঁদের এ উদ্যোগ পাহাড়ের বিরল প্রজাতির পাখি রক্ষায় জনসচেতনতা বাড়াবে।’ পাখি রক্ষার পাশাপাশি প্রকৃতি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের খোলা চত্বরে এ প্রদর্শনী চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রর্দশনীতে আসা তানভীর অপু জানান,‘ পাহাড়ে পাখি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে । পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

-সিভয়েস/এস
 

খাগড়াছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়