Cvoice24.com


বোয়ালখালীতে স্বতন্ত্র প্রার্থী সৈয়দুল আলমের নির্বাচন বর্জন

প্রকাশিত: ১২:৫৮, ২৪ মার্চ ২০১৯
বোয়ালখালীতে স্বতন্ত্র প্রার্থী সৈয়দুল আলমের নির্বাচন বর্জন

সৈয়দুল আলম

জাল ভোট, ভোটারদের  হুমকি  ধমকির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জাসদ নেতা সৈয়দুল আলম (মোটর সাইকেল)। 

তিনি রবিবার (২৪ মার্চ) বিকেলে বোয়ালখালী প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, উপজেলার প্রতিটি সেন্টারে নৌকার কর্মী সমর্থক কর্মীরা নৌকায় ভোট দিতে ভোটারদের হুমকি ধমকি দিয়েছে। 

এছাড়া ভোটারদের উপস্থিতি কম থাকায় ব্যাপকভাবে জাল ভোট দিয়ে জনগণের মূল্যবান রায়কে কলুষিত করেছে বলে জানান তিনি।

এ ধরণের কর্মকান্ডে তিনি বারবার নির্বাচনে দায়িত্বরতদের বলা স্বত্তে¡ও কেনো প্রতিকার না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।

খাজা গরীবে নেওয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে বিশজন ব্যক্তিই দিনভর ভোট প্রদান করেছে জানিয়ে তিনি বলেন, জাল ভোট না হলে আমি নির্বাচিত হতাম। তারা আমরা নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে।    

উল্লেখ্য বোয়ালখালী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
-সিভয়েস/এস

বোয়ালখালী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়