Cvoice24.com


হাটহাজারীর বিএনপি নেতা বিরুদ্ধে ৪ কোটি টাকার চেক প্রতারণা মামলা

প্রকাশিত: ১১:২৬, ২৪ মার্চ ২০১৯
হাটহাজারীর বিএনপি নেতা বিরুদ্ধে ৪ কোটি টাকার চেক প্রতারণা মামলা

নুর মোহাম্মদ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা নুর মোহাম্মদের বিরুদ্ধে ৪কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী'র আদালতে মামলাটি দায়ের করেন হাটহাজারীর ব্যবসায়ী সরওয়ার মোর্শেদ। আদালত মামলাটি গ্রহণ করে আসামীর বিরুদ্ধে সমন জারি করেন।

অভিযুক্ত নুর মোহাম্মদ হাটহাজারী বিএনপি'র আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সাবেক যুগ্ম-সম্পাদক।

বাদি পক্ষের আইনজীবী সালাহউদ্দিন আহমেদ বলেন, মামলার আসামি নুর মোহাম্মদ বিভিন্ন সময় বাদি সরওয়ার মোর্শেদের কাছ থেকে ব্যক্তিগত ও যৌথ ব্যবসায়িক কারণে ৪ কোটি টাকা গ্রহণ করেন। কিন্তু তিনি বিনিয়োগ ও লভ্যাংশ ফেরত না দিয়ে নানান প্রতারণার আশ্রয় গ্রহণ করেন। টাকা ফেরত দেয়ার জন্য চেক প্রদান করলেন সময় মতো টাকা ফেরত না দেয়ার বাদি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি গ্রহন করে আসামীর বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ১৩ মে মামলার পরবর্তি কার্য তারিখ নির্ধারণ করেন।

-সিভয়েস/এস

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়