Cvoice24.com


চীনে গাড়ির ধাক্কায় ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:৩৭, ২২ মার্চ ২০১৯
চীনে গাড়ির ধাক্কায় ৬ জনের মৃত্যু

চীনের মধ্যাঞ্চলে জনতার ভিড়ের মধ্যে দ্রুত গতিতে একটি গাড়ি ঢুকিয়ে দেয়ায় ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছে। এ সময় পুলিশের গুলিতে চালক নিহত হয়। রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি’র খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।

সিসিটিভি জানায়, হুবেই প্রদেশের জাওয়াং নগরীতে সকালে এ ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

চীনে সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। গত সেপ্টেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের হেংদং নগরীর একটি সরকারি চত্বরে জনতার ভিড়ের মধ্যে একটি গাড়ি চালিয়ে দেয়ায় ১১ জন নিহত ও অনেক লোক আহত হয়।

পুলিশ ৪০ বছর বয়সী ওই গাড়ির চালককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে চালক জানায়, প্রতিহিংসা পরায়ণ হয়ে সে এ ঘটনা ঘটিয়েছে।

সে আরো জানায়, তার উদ্দেশ্য ছিল জনতার ভিড়ের মধ্যে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে সর্বোচ্চ ক্ষতি করা।

গত নভেম্বরের শেষের দিকে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা অতিক্রম করা শিশুদের একটি দলের ওপর গাড়ি চালিয়ে দেয়ায় পাঁচজন নিহত ও কমপক্ষে ১৯ জন আহত হয়।

সিভয়েস/এএস

 


 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়