Cvoice24.com


আনসারের হারানো রাইফেল উদ্ধার

প্রকাশিত: ০৯:০৩, ২২ মার্চ ২০১৯
আনসারের হারানো রাইফেল উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ার ঘটনায় নিহত আনসারের প্লাটুন কমান্ডার মিহির কান্তি দত্তের হারানো রাইফেলটি পাওয়া গেছে। সোমবার (১৮ মার্চ) হামলার সময় আনসার সদস্য মিহির কান্তি দত্তের সাথে থাকা ৩০৩ রাইফেলটি সে সময় হারিয়ে যায় যায়। ঘটনার চার দিন পর আজ (২২ মার্চ) শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দক্ষিণে সড়কের পাশ থেকে রাইফেলটি উদ্ধার হয়।

বাঘাইহাট জোন পরিচালিত তল্লাশি অভিযানের সময় খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা আনসার কর্মকর্তা আবুল বাসার।

প্রসঙ্গত, রাঙামাটির বাঘাইছড়িতে গত সোমবার (১৮ মার্চ) সাজেকের তিনটি ভোট কেন্দ্রে দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তারা ভোটগ্রহণ শেষে চারটি গাড়িযোগে বাঘাইছড়ি সদরে ফেরার পথে নয়মাইল এলাকায় সন্ত্রাসীদের হামলার শিখার হন। এ হামলায় নির্বাচনী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা সদস্য আনসারসহ ৭জন নিহত এবং আহত হয় অন্তত ১৬ জন ।

উল্লেখ্য, এ ঘটনায় বাঘাইছড়ির সাজেক থানার মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আক্তার আলী বাদী হয়ে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সিভয়েস/এএইচ

 

রাঙামাটি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়