Cvoice24.com


হাটহাজারীতে কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার

প্রকাশিত: ১২:০১, ২১ মার্চ ২০১৯
হাটহাজারীতে কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার

হাটহাজারীতে সওজের জায়গা উদ্ধার

হাটহাজারীতে অভিযান চালিয়ে সরকারি ১ হাজার বর্গফুট জায়গা উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের মুফতি ফয়জুল্লাহ সড়কের পাশে এ উচ্ছেদ অভিযান চালান ইউএনও রুহুল আমিন। উদ্ধারকৃত সম্পত্তির মূল্য প্রায় কোটি টাকা।

জানা যায়, দীর্ঘদিন ধরে মুফতি ফয়জুল্লাহ সড়কের পাশে পাকা স্থাপনা নির্মাণ করে সরকারি জায়গা দখল করে রেখেছিল কিছু ব্যবসায়ী। তাদের বার বার নোটিশ দিয়েও জায়গা উদ্ধারে ব্যর্থ হয় সওজের কর্মকর্তারা। যার ফলে সড়কটিতে স্বাভাবিকভাবে যান চলাচলের সমস্যা হচ্ছিল। অবশেষে নির্বাহী অফিসার ইউএনও হাটহাজারী মডেল থানা ও মেখল ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের দখলীয় জায়গা উদ্ধার করেন।

ইউএনও রুহুল আমিন জানান, অভিযান চলছে। এরমধ্যে প্রায় একহাজার বর্গফুট জায়গা উদ্ধার করা হয়েছে। সম্পূর্ণ জায়গা দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। জায়গাটি উদ্ধার হলে সড়কটি ৮ ফুট প্রশস্ত হবে।

উচ্ছেদ অভিযানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, থানার এএসআই মাহবুব ও তার সঙ্গীয় ফোর্স উপস্থিত আছেন।

সিভয়েস/এএস

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়