Cvoice24.com


হাতির আক্রমণে রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ০৫:৩৮, ২১ মার্চ ২০১৯
হাতির আক্রমণে রোহিঙ্গা নিহত

টেকনাফে বন্য হাতির আক্রমণে মোহাম্মদ করিম উল্লাহ (২২) নামেরএক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। নিহত করিম হ্নীলা আলীখালি রোহিঙ্গা শিবিরের ডি বল্কের ছলিম উল্লাহর ছেলে। 
বুধবার (২০ মার্চ) দিবাগত রাতে আলীখালি রোহিঙ্গা শিবিরের পাশে পাহাড়ে লাড়কি আনতে গেলে হাতির আক্রমণে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,  প্রতিদিনের মতো বুধবার বিকালে ওই রোহিঙ্গা শিবিরের পাশে পাহাড়ে লাকড়ি আনতে গেলে আকস্মিক একটি বন্য হাতি প্রবেশ করে। এ সময়  হাতিটির সামনে পড়ে গেলে এর আক্রমণে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ‘পাহাড়ে লাকড়ি আনতে গিয়ে হাতির আক্রমণে এক রোহিঙ্গার মৃত্যুর হয়েছে। লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে।’

এর আগেও বেশ কয়েকবার উখিয়া ও টেকনাফে পাহাড়ের পাশে গড়ে উঠা রোহিঙ্গা শিবিরগুলোতে বন্য হাতির দল হানা দেয়। এতে হাতির আক্রমণে বেশ কয়েকজন রোহিঙ্গার মৃত্যুও হয়।

সিভয়েস/এএইচ

টেকনাফ প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়