Cvoice24.com


তাঁতী লীগকে ওয়ার্ড ও থানা কমিটি গঠনের নির্দেশনা দিলেন মেয়র

প্রকাশিত: ১১:৪২, ১৯ মার্চ ২০১৯
তাঁতী লীগকে ওয়ার্ড ও থানা কমিটি গঠনের নির্দেশনা দিলেন মেয়র

ছবি সিভয়েস

বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক পরিধি বাড়ানোর জন্য  নগরীর ৪১ টি ওয়ার্ড ১৬ টি থানায় কার্যকরী কমিটি গঠনের নির্দশনা দিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র নাছির উদ্দিন। ব্যাপারে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা থাকবে বলে তিনি নেতৃবৃন্দকে প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার ( ১৯ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ তাঁতী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর শাখা বার্ষিকী উদযাপন আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র চট্টগ্রাম  মহানগর তাঁতী লীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে একথা বলেন।

সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরো বলেন, সংগঠনকে ঐক্যবদ্ধ, গতিশীল শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির বিকল্প নেই। বিরোধী শক্তি সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য নানামুখী অপতৎপরতা চালাবে। জনগণকে বিভ্রান্ত করবে। এই অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন হিসেবে তাঁতী লীগের কাজ করতে হবে।

তিনি সংগঠনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, তাঁতী লীগের  চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন লাভের পর থেকেই ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে। এটা অব্যাহত রাখতে হবে। জনগণের কাছে সরকারের উন্নয়ন, সফলতা তুলে ধরতে হবে।

বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক নুরুল আমিন মানিকের সভাপতিত্বে সদস্য সচিব রত্নাকর দাশ টুনুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তথ্য গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবেশ সম্পাদক মসিউর রহমান।

সভায় চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহীদ উদ্দিন, এবিএম মাসুম আহমেদ, গিয়াস উদ্দিন, আবু বক্কর, এসএম কালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের আহবায়ক দিদারুল আলম, উত্তর জেলা তাঁতী লীগের আহবায়ক ফয়েজ আহম্মদ বাদল, সদস্য নরুল ইসলাম,রূপক চৌধুরী, প্রকৌশলী সৈকত দাশ,অমিত দাশ, মো জুয়েল, যীশু তালুকদার, মো আজিজ, এড. তরিকুল ইসলাম, মো সরওয়ার্দী, মো সেলিম,  আসাদুজ্জামান বাবু, কামরুল ইসলাম হীরা প্রমুখ বক্তব্য রাখেন।

-সিভয়েস/ইউডি/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়