Cvoice24.com


কর্ণফুলীতে যুব মহিলা লীগের শিশু উৎসব

প্রকাশিত: ০৬:০৬, ১৯ মার্চ ২০১৯
কর্ণফুলীতে যুব মহিলা লীগের শিশু উৎসব

বাংলাদেশ যুব মহিলালীগ মহানগর শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কেক কাটা, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং শিশু উৎসবের আয়োজন করা হয়। 

রোববার (১৭ মার্চ) দুপুরে কর্ণফুলী উপজেলার ইছানগরের মেরিন ফিশারিজ একাডেমীর অডিটোরিয়াম হলরুমে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা সাইরা বানু রেশমী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমীর প্রিন্সিপ্যাল ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর পরিচালক লায়ন হাকিম আলী, সিনিয়র সাংবাদিক একেএম জহুরুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা ডা. মোসলেম উদ্দীন, আলমগীর হোসেন রাজু, ব্যবসায়ী সরওয়ার কামাল। 

যুব মহিলালীগের সদস্য সচিব মমতাজ বেগম রোজীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব মহিলালীগ নেত্রী সাইকা দৌস্ত, জিনাত সোলতানা ঝুঁমা, কহিনুর আক্তার, পারভীন আক্তার, জাহানারা বেগম, ইয়াছমিন মিনু, ফাতেমা ইয়াছমিন প্রিমা, নুর আক্তার, রিনা আক্তার, আমেনা বেগম, কানিজ ফাতেমা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ বলেন, আজকের চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শিশু উৎসবে সর্বকালের সর্বশেষ্ট্র বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্মবার্ষিকীতে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে মহান নেতা ও জাতির শ্রেষ্ট সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। 

সিনিয়র সাংবাদিক এটিএম জহিরুল ইসলাম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোন বির্তক হতে পারেনা। জনক বা পিতাকে নিয়ে কোন বির্তক হয়না। কেন না বঙ্গবন্ধু সবার। তাই আগামী দিনের শিশু ও কিশোরদের বঙ্গবন্ধু সম্পর্কে আরো বেশি করে জানার সুযোগ করে দিতে হবে। 

অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় পুরষ্কার প্রাপ্তরা হলেন বাধঁন, শাফিন, রাফা, মিশরাফ, তাওসিফ, মায়া, আনিকা, শাহনাজ আক্তার সারা, নিহা,আরাফাত, সোহানা, সোমাইয়া, নয়ন, ইনান, সামিয়া, ইফদেকার, সিদরাতুল মুনতাহা টুকটুকি।

অনুষ্ঠানে অতিথি ছাড়াও মেরিন ফিশারিজ একাডেমীর শতাধিক ক্যাডেট উপস্থিত ছিলেন।

সিভয়েস/এএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়