Cvoice24.com


সাংসদ বাসন্তিকে অপসারণের দাবিতে মহালছড়িতে মানববন্ধন

প্রকাশিত: ১২:৫৪, ১৬ মার্চ ২০১৯
সাংসদ বাসন্তিকে অপসারণের দাবিতে মহালছড়িতে মানববন্ধন

এমপি বাসন্তি চাকমার অপসারণ ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবিতে মহালছড়িতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ 

পার্বত্য চট্টগ্রাম নিয়ে গঠিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমার অপসারণ ও অবিলম্বে পার্বত্যবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনারর দাবিতে খাগড়াছড়ির মহালছড়িতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

শনিবার সকালে সচেতন পার্বত্যবাসী ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা শাখা কর্তৃক এ মানববন্ধনের আয়োজন করে।

মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মো. সাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, পার্বত্য বাঙালি  ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল মজিদ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, বাঙালি ছাত্র পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন কায়েস এবং মহালছড়ি উপজেলা সাধারণ সম্পাদক বেলাল।

এসময় বক্তারা, গত ২৬ ফেব্রুয়ারি বাসন্তি চাকমা কর্তৃক  সংসদে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালী জনগোষ্ঠী ও  সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেয়ায় তার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। বক্তারা সংসদের রেকর্ড থেকে  বিতর্কিত এ বক্তব্য মুছে ফেলা, অবিলম্বে পার্বত্যবাসীর কাছে ক্ষমা প্রার্থনা ও তাকে সংসদ সদস্য পদ হতে অপসারণের দাবি জানান।

-সিভয়েস/এস

খাগড়াছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়