Cvoice24.com


৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দ ছিলো মুক্তির প্রেরণা

প্রকাশিত: ১৩:৫০, ৭ মার্চ ২০১৯
৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দ ছিলো মুক্তির প্রেরণা

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ বাঙালির ইতিহাসকে গৌরব উজ্জ্বল করেছে। সেদিনের ভাষণের প্রতিটি শব্দ ছিলো মুক্তির, দেশ প্রেমের সৎ সাহসী প্রেরণা।

বোয়ালখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেলে উপজেলার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম।

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জহুরুল আলম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা এস এম সেলিম, ইউপি চেয়ারম্যান এস এম জসিম, মো. মোকারম, পৌর কাউন্সিলর শামীম আরা বেগম, আওয়ামী লীগ নেতা আবুল মোকারম, শেখ শহীদুল আলম, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান সেলিম ও সাইদুল আলম প্রমুখ।

-সিভয়েস/এস

বোয়ালখালী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়