পাহাড় কাটার দায়ে পিএইচপি’কে জরিমানা

প্রকাশিত: ১১:৩৪, ৭ মার্চ ২০১৯
পাহাড় কাটার দায়ে পিএইচপি’কে জরিমানা

ফাইল ছবি

পাহাড় কাটার অভিযোগে শিল্প প্রতিষ্ঠান পিএইচপিকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ রয়েছে।

বুধবার (৬মার্চ) সীতাকুণ্ডে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নস্থ আনোয়ারা জুট মিলের পাশে জঙ্গল কাটগড় এলাকায় পাহাড় কাটার দায়ে পিএচপিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনার জন্য পাহাড়ের ঢাল কেটে ২১ হাজার ৭৫০ বর্গফুট রাস্তা নির্মাণ করে। পরিবেশ অধিদপ্তর এই অভিযোগের ভিত্তিতে পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজকে জরিমানা করার পাশাপাশি তিনশ’ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নিয়ে নেয়।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মোয়াজ্জম হোসাইন  বলেন, পিএচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে আমরা অভিযান পরিচালনা করে সত্যতা পেয়ে জরিমানা করি। ভবিষ্যতে পাহাড় কাটবে না মর্মে মুচলেকা নিই।

-সিভয়েস/এনএইচ/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়