Cvoice24.com


বান্দরবানে আটক মিয়ানমারের সেনা সদস্যকে হস্তান্তর

প্রকাশিত: ১০:৪৬, ৩ মার্চ ২০১৯
বান্দরবানে আটক মিয়ানমারের সেনা সদস্যকে হস্তান্তর

বান্দরবানের  নাইক্ষ্যংছড়ি সীমান্তের অভ্যন্তরে ঢুকে পড়া মিয়ানমার সেনাবাহিনীর সদস্য অং বো বো থিনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বাংলাদেশ বিজিবি।  রোববার (৩ মার্চ)  দুপুর ১২টা ৭ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম লাল ব্রিজ সীমান্ত পয়েন্ট দিয়ে তাকে ফেরত দেওয়া হয়। দু'দেশের সীমান্ত রক্ষি বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকে সেনা সদস্যকে ফেরত দেওয়ার বিষয়ে আয়োজিত পতাকা বৈঠকে বিজিবির ৯ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন, নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মো. আসাদুজ্জামান, ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, কক্সবাজার রিজিয়ন দপ্তরের লে. কর্নেল মোস্তাফিজ। 

 অপরদিকে মায়ানমারের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন- মায়ানমার পুলিশের অধিনায়ক লে. কর্নেল জ উই লিয়াং ১ নং বিজিপি সেক্টর মিয়ানমার। 

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ২০১৯ সন্ধ্যায় ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি নিয়ন্ত্রিত ভাল্লুক খাইয়া বাম হাতিরছড়া নিকটবর্তী সীমান্ত পিলার ৪৯ এলাকায় ঢুকে পড়ে মিয়ানমার বিজিপির সৈনিক অং বো বো থিন। জানা গেছে, গত এক বছর পূর্বে কেচিন প্রদেশ থেকে বান্ডুলা ক্যাম্পে সংযুক্ত আসেন অং বো বো।   

গত ২২ জানুয়ারী বাংলাদেশ সীমান্ত পিলার ৪৯ লেমুছড়ি এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির জোন কমন্ডার লে. কর্নেল মো. আসাদুজ্জামান জানান, মিয়ানমারের ঐ বিজিপি/সেনা সদস্য বাংলাদেশের প্রায় সাড়ে তিন কি.মি. অভ্যন্তরে ঢুকে পড়েছিল। এরপর হইতে তাকে বিজিবি জেনাভা আইন অনুযায়ী খাওয়া-দাওয়া চিকিৎসা সেবা প্রদান শেষে রোববার সে দেশের বিজিপির সাথে সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক শেষ অং বো ববো থিনকে হস্তান্তর করা হয়।
-সিভয়েস/এস

উখিয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়