Cvoice24.com


চট্টগ্রাম আদালতে হট্টগোল, এজলাস ছেড়ে খাস কামরায় বিচারক

প্রকাশিত: ০৭:৩০, ৩ মার্চ ২০১৯
চট্টগ্রাম আদালতে হট্টগোল, এজলাস ছেড়ে খাস কামরায় বিচারক

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার শুনানি করার সময় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ব্যাপক হট্টগোলের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে বিচারক  এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।

আজ (৩ মার্চ) রোববার সকালে মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে এ ঘটনা ঘটে। শুনানি হওয়া মামলার আসামিরা চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী সিভয়েসকে বলেন, নগরীর বিভিন্ন থানায় বিশেষ ক্ষমতা  আইনে দায়ের করা মামলায় মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানসহ বিভিন্ন থানার ৬০-৭০ জন নেতাকর্মী উচ্চ আদালতে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিম্ন আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আমরা জামিনের বিরোধীতা করি। এসব আসামি জামিন পেলে পুণরায় অপরাধ কর্ম চালিয়ে যেতে পারে বলে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের আদেশ দেন। এই সময় আসামি পক্ষের আইনজীবীরা আদালতে ব্যাপক হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আদালতে পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালায়।

সিভয়েষ/এনএইচ/এএইচ

ক্রীড়া প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়