Cvoice24.com


সোমবারে মাংস বিক্রি করায় চসিকের মামলা

প্রকাশিত: ১৭:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
সোমবারে মাংস বিক্রি করায় চসিকের মামলা

কাজীর দেউড়ী কাঁচা বাজার থেকে তোলা।

সপ্তাহের প্রতি সোমবার মাংসবিহীন দিবস ঘোষণা করেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ দিনে বাজারে গরু জবাই ও মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু  তা অমান্য করে মাংস বিক্রি করায় ৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা করছে সিটি কর্পোরেশন। 

বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের এস্টেট অফিসার এখলাছ উদ্দিন আহমদ। 

তিনি আরও জানান, গতকাল সোমবার (২৫ ফেব্রুয়ারি)  লালখান বাজার এলাকায় হাই লেভেল রোডের মাংস বিক্রেতা মো. জালাল গরু জবাই করে মাংস বিক্রি করেছেন।  এছাড়াও কাজির দেউড়ি কাঁচা বাজারের ব্যবসায়ী আব্দুস সাত্তার, খোকন, কবিরও একই অপরাধ করেছেন। তাই স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৫ম তফসিলের ৯২ ধারার ৩৮ উপধারা যার ২য় অধ্যায়ের ৯৩ ধারা মোতাবেক সিটি ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা করা হয়েছে।

সিভয়েস/ডব্লিউএ/এমআইএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়