Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


নিকৃষ্টতম সিনেমা, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীকে পুরষ্কার

প্রকাশিত: ১৫:০২, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
নিকৃষ্টতম সিনেমা, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীকে পুরষ্কার

ছবি সংগৃহীত

বছরের সবচেয়ে খারাপ সিনেমা, নিকৃষ্টতম পরিচালক, নিকৃষ্টতম অভিনেতা-অভিনেত্রী কে পুরস্কৃত করার জন্য আয়োজন করা হয় অনুষ্ঠানের। ভারতে এই ধরনের বিচিত্র একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির নামও হয় বিচিত্র ধরনের। যেমন ‘গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডস’ বা ‘স্বর্ণ কদলী পুরস্কার’। বলিউডে ২০০৯ থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে।

‘ঘণ্টা অ্যাওয়ার্ডস’ বা ‘ঘণ্টা পুরস্কার’-ও দেওয়া হয় বলিউডের সবচেয়ে খারাপ ছবি বা নিকৃষ্টতম কলাকুশলীদের। ২০১১ সালে এই পুরস্কার চালু হয়। এই রকমই ফিলম ফেয়ার অ্যাওয়ার্ডসের পাল্টা পুরস্কার হল ‘ফিলম ফেল অ্যাওয়ার্ডস’। ২০১৩ সাল থেকে বছরের সবচেয়ে ব্যর্থ সিনেমাটিকে বেছে নেওয়া হয় এই পুরস্কারের ক্ষেত্রে।

আন্তর্জাতিক ক্ষেত্রেও চালু রয়েছে এমন উদ্ভট পুরস্কার। অস্কারের পাল্টা হিসেবে দেওয়া হয় গোল্ডেন র‌্যাসপবেরি অ্যাওয়ার্ডস। হলিউডের লড়ঝড়ে ছবিগুলিকে বেছে নেওয়া হয় এখানে। এই সব পুরস্কারগুলিই প্রমাণ করে বলি হোক বা হলি— ঝুল সিনেমার সংখ্যা কোথাওই কম নয়।

-সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়