Cvoice24.com


পার্বত্য অঞ্চলে টেকসই ও দায়িত্বশীল পর্যটন উন্নয়ন সেমিনার

প্রকাশিত: ১৩:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
পার্বত্য অঞ্চলে টেকসই ও দায়িত্বশীল পর্যটন উন্নয়ন সেমিনার

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই ও দায়িত্বশীল পর্যটন উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পর্যটন বান্ধব পরিকল্পনা করে এ অঞ্চলকে এগিয়ে নিতে হবে। পরিকল্পনা করতে হবে এখানকার স্থানীয় সকল দপ্তরের সমন্বয় ভাবে এবং তা বাস্তবায়নেও রাখতে হবে সকলের সমন্বয় সহযোগিতা। প্রধানমন্ত্রী নিজেই বলেন পার্বত্য অঞ্চলকে পিছিয়ে রেখে বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব নয়। পার্বত্য অঞ্চল হচ্ছে বাংলাদেশের সম্পদশালী অন্যতম একটি এলাকা।’

শনিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র আয়োজনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রাঙামাটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে’র চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মেসবাহুল ইসলাম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন’র চেয়ারম্যান আখতারুজ জামান খান কবির।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে’র ভাইস-চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহীনুল ইসলাম এবং প্রবন্ধ উপস্থাপন করেন বেস ক্যাম্প বাংলাদেশ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন, সাতত্য আর্কিটেকচার ফর গ্রিন লিভিং এর প্রধান স্থপতি রফিক আজম।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, ‘পর্যটকরা হলেন আমাদের লক্ষি। তাদের সন্তুষ্টর জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পর্যটকরা এখানে এলে আমাদের পার্বত্য অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। একই সাথে পার্বত্য চট্টগ্রামের শিল্প, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি আরো উন্নত এবং বিকাশ ঘটবে।’

মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আরো বলেন, ‘পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির জন্য আমাদের অনেক কিছু করার আছে। সঠিক পরিকল্পনা করে এগিয়ে গেলে সবই করা সম্ভব। আমাকে প্রস্তাব দিবেন কি ভাবে সহযোগিতা করতে হবে। সরকার সব করতে প্রস্তুত এই পর্যটন শিল্পের জন্য।’

নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের উপস্থিতি নিশ্চিত করতে নিরাপত্তার দরকার তবে অতিরিক্ত করা ভালো নয়। শান্তি, উন্নয়ন সব কিছুর প্রধান হচ্ছে আইন-শৃঙ্খলা ঠিক রাখা। আশা করি আমরা এ পর্যটন সেক্টরকে আরো উন্নত করতে স্থানীয় সকল দপ্ততের সমন্বয় সহযোগিতা পাবো এবং সফল করতে পারবো।’

সেমিনারে তিন পার্বত্য জেলার পর্যটন সেক্টরে কাজ করে যাওয়া উদ্যাক্তারা মুক্ত আলোচনা করেন এবং পর্যটন ক্ষেত্রের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
-সিভয়েস/এস

রাঙ্গামাটি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়