Cvoice24.com


সাংসদ মোস্তফিজকে আ.লীগ থেকে বহিস্কারের দাবি

প্রকাশিত: ১৩:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
সাংসদ মোস্তফিজকে আ.লীগ থেকে বহিস্কারের দাবি

ছবি: সিভয়েস

বাঁশখালী আসনের এমপি মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর বিরুদ্ধে অশ্লীল ভাষায় মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে আনোয়ারার চাতরী চৌমুহনী আখতারুজ্জামান চত্ত্বরে এই প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সময় বক্তারা বলেন, এমপি মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের   সাবেক প্রেসিডিয়াম সদস্য  আখতারুজ্জামান চৌধুরী বাবুকে নিয়ে বেফাঁস মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এজন্য তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একজন জনপ্রতিনিধির মুখে ধরণের অশালীন কথাবার্তায় সারাদেশের নেতাকর্মীরা চরম ক্ষুদ্ধ এবং মর্মাহত। ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধীরা যেভাবে ষড়যন্ত্র করেছিল এমপি মোস্তাফিজ একই ধরণের কাজ করেছেন। এমন ন্যক্কারজনক কাজ স্বাধীনতা বিরোধী ছাড়া কেউ করতে পারে না।  আমরা এর প্রতিবাদে রাজপথে কর্মসূচি ঘোষণা করেছি। আজকের সমাবেশ  থেকে অবিলম্বে  সাংসদ মোস্তাফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করার দাবি  জানাচ্ছি। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানোন বক্তারা।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এমএ মালেকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগের এডহক কমিটির সদস্য জাফর উদ্দিন চৌধুরী, পরৈকোড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, ফজলুল হক বাবুল, সুগ্রীব মজুমদার দোলন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসীম উদ্দিন, যুবলীগের সভাপতি শওকত ওসমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে বাঁশখালী আসনের এমপি মোস্তাফিজুর রহমানের একটি ভিডিও  ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওটি সম্ভবত একাদশ সংসদ নির্বাচনের আগে ধারণ করা। ভিডিওতে  তিনি তার গাড়িতে সামনের সিটে বসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের   সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর বিরুদ্ধে অশালীন কথাবার্তা বলেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।                                                                        

-সিভয়েস/ডাব্লিউএ/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়