Cvoice24.com


‘গ্রামকে শহর করতে শিক্ষার কোন বিকল্প নেই’

প্রকাশিত: ১২:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
‘গ্রামকে শহর করতে শিক্ষার কোন বিকল্প নেই’

মুহাম্মদ নেজামুদ্দিন নদভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভিশন গ্রামকে শহর করা। আর সেই গ্রামকে শহর করতে শিক্ষার কোন বিকল্প নেই। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মেধা বা জ্ঞানকে গ্রামেই কাজে লাগাতে হবে। তখনই গ্রাম হবে শহর। সাতকানিয়া-লোহাগাড়ায় মেগা প্রকল্প করা হবে। যার মাধ্যমে বেকারত্ব দূর হবে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে লোহাগাড়া উপজেলার উত্তর আধুনগর হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি সামশুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, হাজী সামশুল ইসলাম  উচ্চ বিদ্যালয়কে এমপিওভুক্ত করা হবে।

এছাড়া বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সালাউদ্দিন হীরু, সহ-সভাপতি ও লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চৌধুরী, যুগ্ম-সম্পাদক মো: ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো: আব্দুল্লাহ বাচ্চু, মো: আবছার উদ্দিনসহ প্রমুখ।

-সিভয়েস/এস
 

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়