Cvoice24.com


আমি থেমে যাবো, নৌকাকে থামিয়ে দেয়া যাবে না: দীপংকর

প্রকাশিত: ১৩:১৪, ২২ ফেব্রুয়ারি ২০১৯
আমি থেমে যাবো, নৌকাকে থামিয়ে দেয়া যাবে না: দীপংকর

ছবি: সিভয়েস

সাংসদ দীপংকর তালুকদার বলেন, আমি রাঙামাটিতে এসে যখন জেলা আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করে সাধারণ সম্পাদক নির্বাচিত হই, তখন সে কমিটি পূর্ণাঙ্গ করার জন্য আরো ১৭জন কর্মীর প্রয়োজন ছিলো। সে সময় আমি চিন্তা করেছি দলকে আরো শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। আজ আওয়ামী লীগ পরিবারকে দেখলে বুঝা যায়, সে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমার তো ৫০ বছর হয়ে গেলো এক সময় আমি থেমে যাবো, কিন্তু নৌকাকে থামিয়ে দেওয়া যাবে না।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, বতর্মান সাংসদ রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি জেলার প্রাক্তন ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার বিকালে রাঙামাটি পৌরসভা চত্ত্বরে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক অংসুই ছাইন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

সংবর্ধনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফিরোজা বেগম চিনু, জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ছাওয়াল উদ্দিন, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া আকতার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মো. কাজল, ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনসহ আরো অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার আরো বলেন, সমুদ্রের যে ঢেউ জাতীয় নির্বাচনে ছিলো তা উপজেলা নির্বাচনেও দেখতে চাই। আওয়ামী লীগ রাঙামাটির ১০টি উপজেলার মধ্যে নানিয়ারচর বাঘাইছড়ি ছাড়া অন্য ৮টিতে প্রার্থী দিয়েছে। সে ৮ প্রার্থীকে আগামী ১৮ মার্চ উপজেলা নির্বাচনে জয় করে আনতে হবে সকল নেতাকর্মীদের।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আওয়ামী লীগ নেতাদের দল নয়, এটা কর্মীদের দল। রাঙামাটি প্রতিটি আওয়ামী লীগ পরিবারের লোকই কর্মী। তারা কর্মী হিসেবে কাজ করে জাতীয় নির্বাচনে আসনটি ফিরিয়ে এনেছে। কর্মীরাই আগামীতে দলটিকে এগিয়ে নিয়ে যাবে। দলকে আরো বেশি শক্তিশালীভাবে গড়ে তুলবে।

-সিভয়েস/এসএ

রাঙামাটি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়