Cvoice24.com


অগ্নিকান্ডের ঘটনায় চকবাজার পুলিশের মামলা

প্রকাশিত: ০৮:২৯, ২২ ফেব্রুয়ারি ২০১৯
অগ্নিকান্ডের ঘটনায় চকবাজার পুলিশের মামলা

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা রাজধানী পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে চকবাজার থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অবহেলার অভিযোগ এনে অজ্ঞাত ১০/১২ জনকে মামলায় আসামি করেছে পুলিশ।

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, চকবাজারে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ১০ ঘণ্টা কাজ কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় ৬৭ জন নিহত হয়।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়