Cvoice24.com


‘ছোট্ট হৃদয়গুলোতে গেঁথে যাক মাতৃভাষার ভক্তি’

প্রকাশিত: ০৯:১২, ২১ ফেব্রুয়ারি ২০১৯
‘ছোট্ট হৃদয়গুলোতে গেঁথে যাক মাতৃভাষার ভক্তি’

বেলুন উড়িয়ে স্বদেশ আবৃত্তি সংগঠনের অনুষ্ঠান উদ্বোধন করছেন ড. আনোয়ারা আলম।

প্রাবন্ধিক ও  শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম বলেছেন, ছোট্ট হৃদয়গুলোতে গেঁথে যাক মাতৃভাষার ভক্তি। তোমরা সকল ভাষা শিখবে, কোন ভাষার প্রতি আমাদের বৈরিতা নেই। তবে তোমরা সবসময় শুদ্ধ প্রমিত বাংলায় লিখবে, বলবে। শ্রদ্ধার সাথে হৃদয়ে মাতৃভাষাকে লালন করবে। কেননা পৃথিবীর সকল মাতৃভাষার কাছে আমাদের মাতৃভাষা দৃষ্টান্ত স্থাপন করেছে। জীবন ত্যাগের বিনিময়ে মাতৃভাষা রক্ষার ইতিহাস শুধু আমাদেরই রয়েছে।  তাই আমাদেরও সেভাবে ভাষার প্রতি ভক্তি থাকতে হবে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) নগরীর শিশু একাডেমি প্রাঙ্গণে স্বদেশ আবৃত্তি সংগঠনের মহান আন্তর্জাতিক দিবস উদযাপন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, চট্টগ্রাম শিশু একাডেমির জেলা শিশু অফিসার নারগিস সুলতানা, লেখক ও সমাজসেবক সুলতানা নুরজাহান রোজী।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে তাদের মধ্যে পুরষ্কার বিতরণ করবে স্বদেশ আবৃত্তি সংগঠন।

সিভয়েস/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়