Cvoice24.com


সম্মাননা পেয়েছেন পুঁথি গবেষক ইসহাক চৌধুরী

প্রকাশিত: ০৯:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০১৯
সম্মাননা পেয়েছেন পুঁথি গবেষক ইসহাক চৌধুরী

পুঁথি গবেষক ইসহাক চৌধুরীর সম্মাননা পুরস্কারটি গ্রহণ করেন লেখক ও ছড়াকার ইসমাইল জসীম।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা পেয়েছেন পুঁথি গবেষক ইসহাক চৌধুরী। গত ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ও ২০১৮ সালে মনোনীত ১০ গুণী ব্যক্তিত্বকে এ সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। 

লোকসংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা দেয়া হয় পুঁথি গবেষক ইসহাক চৌধুরীকে। 
তিনি বর্তমানে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। তাই ওনার পরিবর্তে পুরস্কারটি গ্রহণ করেন লেখক ও ছড়াকার ইসমাইল জসীম। তিনি সৌদি আরবে একটি ব্যাংকের কর্মকর্তা। ছুটি থাকার কারণে সম্প্রতি দেশে আসেন। প্রবাসী হলেও নিয়মিত লেখালেখির সাথে জড়িত আছেন তিনি। এক সময়ে চট্টগ্রামে জড়িত ছিলেন সাংবাদিকতা পেশায়।

পুঁথি গবেষক ইসহাক চৌধুরী’র অনুপ্রেরণায় লেখালেখির সাথে জড়িত হয়ে পরেন লেখক ও ছড়াকার ইসমাইল জসীম এবং সাংবাদিক মফিজুল ইসলাম চৌধুরী। তিনিও বর্তমানে কানাডায় পাড়ি জমিয়েছেন। 

এককথায় এ দু’জনের পথ প্রদর্শক এবং আদর্শের বাতিঘরের মূল কারিঘর পুঁথি গবেষক ইসহাক চৌধুরী। 

পুঁথি গবেষক ইসহাক চৌধুরী অসুস্থ থাকায় বর্তমানে ভারতে চিকিৎসাধীন আছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ্ যেন ওনাকে দীর্ঘায়ু করেন, সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন। (আমিন)।

-সিভেয়েস/এমএম

মিনহাজ মুহি

সর্বশেষ

পাঠকপ্রিয়