Cvoice24.com


বাংলাদেশের গণমাধ্যম অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে-তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১৪:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশের গণমাধ্যম অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে-তথ্যমন্ত্রী

বিশ্বের বহু দেশের চাইতে বাংলাদেশের গণমাধ্যম অনেক বেশি স্বাধীনতা ভোগ করে এবং বর্তমান সরকারের নেতৃত্বে তা স্মরণকালে সবচেয়ে বেশি বিকাশ লাভ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দেশ থেকে আগত প্রেস কাউন্সিল প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের গণমাধ্যমকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে চাই এবং সেই সাথে গণমাধ্যমের দায়িত্বশীলতাও সেই পর্যায়ে যাবে বলে আশা করি।’

যুক্তরাজ্যের উদাহরণ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাজ্যে ভুল তথ্য পরিবেশনের জন্য শত বছরের পুরানো পত্রিকার নিবন্ধনও বাতিল হয়ে যায়। সেখানকার হাউজ অব কমন্সের প্রতিনিধিকে নিয়ে ভুল তথ্য উপস্থাপনের জন্য বিবিসি’র নির্বাহী কর্মকর্তাদের পদত্যাগ পর্যন্ত করতে হয়েছে। বাংলাদেশে এমন কোনো ঘটনা কখনো ঘটেনি।’

তথ্যমন্ত্রী এসময় ভারত, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল ও তুরস্ক থেকে আগত প্রেস কাউন্সিল প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠন করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে প্রেস কাউন্সিল ক্রমেই সংবাদপত্র জগতে স্বচ্ছতা বৃদ্ধিতে অধিক কার্যকর ভূমিকা রাখছে।’

সাংবাদিকদের কল্যাণে সরকারের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন, জাতীয় সম্প্রচার নীতিমালা, অনলাইন গলমাধ্যম নীতিমালাসহ গণমাধ্যমকে বিকশিত করার বিভিন্ন কার্যকর প্রক্রিয়ার কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী।

তথ্যসচিব আবদুল মালেক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, কাউন্সিল সচিব শাহ আলম, সদস্য মনজুরুল আহসান বুলবুল, ভারতের প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি চন্দ্রমাওলি কুমার প্রসাদ, ভারতের প্রেস কাউন্সিল সচিব অনুপমা ভাটনগর, সদস্য সি কে নাইক, সুষমা যাদব, সৈয়দ রেজা হোসাইন রিজভী, জয়সংকর গুপ্ত, শ্রীলঙ্কার প্রেস কাউন্সিল চেয়ারম্যান কুজগাল্লা ওয়েল্লা বানদুলা, সদস্য এ. কাঞ্চনা কুমারা এরিয়াদাসা, বি. গামিনী পুষ্পকুমারা জয়ারত, নেপালের প্রেস কাউন্সিল চেয়ারম্যান কিশোর শ্রীথা, সদস্য শারাজওয়াতি শ্রীথা, পরিচালক বিন্দু তালাদার, সাবিতা ধকাল, মালদ্বীপের মিডিয়া কাউন্সিল সদস্য আজমি আলী, আলী রিফসান, তুরস্ক থেকে আগত বিশ্ব প্রেস কাউন্সিল সচিব আলী হেনচারলি, ভুটানের রিনজিন ওয়াংচুক, জিগমি ওয়াংচুক বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে গতকাল সোমবার আয়োজিত প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠানে যোগদান উপলক্ষে ছ‘টি দেশের প্রেস কাউন্সিল প্রতিনিধিরা বাংলাদেশ সফর করছেন।

সিভয়েস/এএস
 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়