Cvoice24.com


হাটহাজারীতে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা

প্রকাশিত: ১২:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
হাটহাজারীতে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা

হাটহাজারীতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা।

সোমবার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা হাটহাজারী নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল হকের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, সহ-সভাপতি অধ্যাপক মঈনুদ্দিন, জেলা পরিষদ সদস্য মো. জাফর, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. সেলিমসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অসংখ্য নেতাকর্মী নিয়ে  চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দলীয় নৌকা প্রতীক পাওয়া উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম। চেয়ারম্যান পদে নৌকা প্রতীক থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে উত্তর জেলা কৃষকলীগ নেতা আবুল মনছুর মনোনয়ন জমা দেন।

ভাইস চেয়ারম্যান পদে জমা দেন আওয়ামীলীগ নেতা মো. নুরুল আলম বাসেক, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মো. কলিম, চবি ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা এম এ খালেদ চৌধুরী, ছাত্রনেতা মো. জামাল উদ্দিন, এস এম জহির উদ্দিন চৌধুরী টিপু, উদয় কুমার সেন ও ইসলামিক ফ্রন্ট নেতা কাজী মো. আলাউদ্দিন।

এ ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য শারমীন  আক্তার, ব্যবসায়ী মরিয়ম বেগম, সাজেদা বেগম ও মোক্তার বেগম মনোনয়ন জমা দেন। উপজেলা কার্যালয়ে দুপুর থেকেই প্রার্থীদের সমর্থকদের ভিড় দেখা যায়। এসময় সব প্রার্থীরাই নিজেদের বিজয়ী করতে উপস্থিতিদের সহযোগিতা ও ভোট কামনা করেন।

নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল হক কোন জানান, ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। আগামি ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে।  ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় এবং আগামী ১৮মার্চ হাটহাজারী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সিভয়েসকে জানান।

-সিভয়েস/এস

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়