Cvoice24.com


৮০ উপকারভোগী পেলেন ৬২ লাখ টাকা

প্রকাশিত: ১১:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
৮০ উপকারভোগী পেলেন ৬২ লাখ টাকা

কক্সবাজারের পেকুয়ায় বনবিভাগের সাথে অংশীদারিমূলক বনায়ন করে ৬১ লাখ ৮৪ হাজার ১ শত ৬০ টাকা পেলেন ৮০ জন উপকারভোগী। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জের টইটং বনবিটের ৮০ হেক্টর বনভূমিতে ২০০৮ সালে এ বনায়ন করা হয়েছিল।

সোমবার (১৮ফেব্রুয়ারি) বিকেলে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রতি উপকারভোগীকে বনায়নের ৪৫% অংশীদারির ৭৭ হাজার ৩ শত ৩ টাকার চেক প্রদান করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লার সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবউল করিম ও পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সচেতন মহল ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

-সিভয়েস/এস

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়