Cvoice24.com


ডা. রাজীব বিশ্বাসের ‘তুলসীতলা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১১:৫১, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
ডা. রাজীব বিশ্বাসের ‘তুলসীতলা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলা মঞ্চে

চট্টগ্রামে অমর একুশে বইমেলা মঞ্চে ডা. রাজীব বিশ্বাসের কাব্যগ্রন্থ ‘তুলসীতলা’র মোড়ক উন্মোচন করা হয় । শুক্রবার রাতে বইয়ের মোড়ক উন্মোচন করেন খ্যাতিমান কবি ফাউজুল কবির। 

কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনকালে শুভেচ্ছা বক্তব্যে কবি ফাউজুল কবির তুলসীতলা বই পাঠকপ্রিয়তা পাবে-এ প্রত্যাশা করেন।  একইসঙ্গে মেলায় আসা দর্শনার্থীদের বই কেনার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, কবি ও নাট্যকার অভিক ওসমান, শাহ আলম নিপু, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, পেন্সিলের রুহু রুহেল, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক নিপুল কুমার দে, ফটো সাংবাদিক কমল দাশ প্রমুখ। 
উল্লেখ্য, পেন্সিল পাবলিকেশনস থেকে প্রকাশিত ডা. রাজীবের তুলসীতলা কাব্যগ্রন্থে মোট ৫৩টি কবিতা রয়েছে। প্রকৃতি,  প্রেম, বিরহ, দেশ ভাবনা, রাজনীতি, সমাজনীতি, দর্শনসহ নানা বিষয় কবিতায় উঠে এসেছে।। মেলার পেন্সিল পাবলিকেশনস এর ১১০ নং স্টলে কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে।

-সিভয়েস/এস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়