Cvoice24.com


গলায় জ্যান্ত সাপ ঝুলিয়ে পুলিশের স্বীকারোক্তি আদায়

প্রকাশিত: ১৬:৩২, ১১ ফেব্রুয়ারি ২০১৯
গলায় জ্যান্ত সাপ ঝুলিয়ে পুলিশের স্বীকারোক্তি আদায়

ইন্টারনেট

মোবাইল চোর সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু কিছুতেই সে স্বীকার করছিল না মোবাইল চুরির কথা। বার বার মোবাইল চুরির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে কোন সদুত্তর দেয় নি।  শেষমেষ দোষ কবুল করাতে পুলিশের এক অফিসার অভিযুক্তের গলায় জ্যান্ত সাপ ঝুলিয়ে দেন। ভয়ের চোটে অভিযুক্ত যুবক স্বীকার করে নেয় দু’‌বার মোবাইল ফোন চুরি করেছে সে। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। ঘটনাটি ইন্দোনেশিয়ার। ভিডিওটিতে শোনা গিয়েছে তদন্তকারী আধিকারিক রীতিমত হুমকি দিয়ে অভিযুক্ত যুবককে বলছে সত্যি কথা না বললে জ্যান্ত সাপ তোমার মুখের মধ্যে ঢুকিয়ে দেব। পুলিশ অফিসারসত্যি করেই একটি জ্যান্ত সাপ যুবকের মুখের কাছে নিয়ে গিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশের পক্ষ থেকে বিবৃতি জারি করে ঘটনাটির জন্য ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। 

পুলিশ প্রধান টনি আনন্দ স্বদেয়া জানিয়েছেন তদন্তকারী আধিকারিক অত্যন্ত অনৈতিক ভাবে এ কাজ করেছেন। তিনি কখনোই এটা করতে পারেন না। এই কাজ করার জন্য তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হবে। ‌‌

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়